FM SKILL SHARING

Investment Secrets Revealed: How To Get Highest Tax Benefit with Tax Rebates!

সাধারণ কর রেয়াত হলো আয়কর আইন ২০২৩ অনুযায়ী করদাতাদের বর্তমান আয়ের উপর প্রযোজ্য কর থেকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কর রেয়াত প্রদান। এই রেয়াত গ্রহনের জন্য করদাতাকে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। আয়কর আইন ২০২৩ এর ষষ্ঠ তফসিল এ অংশ ৩ বিনিয়োগের খাতগুলো উল্লেখিত আছে। নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতার মোট বিনিয়োগের উপর ১৫% কর রেয়াত পাওয়া যেতে পারে।

নিম্নে উল্লেখিত বিনিয়োগ ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করলে আপনার টাকা আপনারই থাকবে এবং কর রেয়াত ও পাবেন।

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (৭) অনুসারে,

কোনো আয়বর্ষে নিম্নবর্ণিত ক্ষেত্রে বিনিয়োগকৃত কোনো অর্থ, যথা:-

(ক) অনধিক ,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার কোনো সরকারি সিকিউরিটিজ;

(খ) কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বা সম্পদ ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজার কর্তৃক ইস্যুকৃত ইউনিট সার্টিফিকেট এবং মিউচুয়াল ফান্ড, ইটিএফ বা যৌথ বিনিয়োগ স্কিম ইউনিট সার্টিফিকেটে অনধিক ,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা;

(গ) কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্পন্সরকৃত ডিপোজিট পেনশন স্কিম বা মাসিক সঞ্চয় স্কিম জমাদানকৃত অনধিক ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকা;

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (৮) অনুসারে,

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের অধীন পরিচালিত কোনো স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভূক্ত কোনো সিকিউরিটিজে বিনিয়োগ।

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (৪) অনুসারে,

Provident Fund Act, 1925 (Act No. 19 of 1925) এর বিধানাবলি প্রযোজ্য এইরূপ যেকোনো তহবিল করদাতার চাঁদা বাবদ প্রদেয় অর্থ।

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (৫) অনুসারে,

দ্বিতীয় তফসিলের অংশ ৩ এ বর্ণিত সীমা সাপেক্ষে, কোনো ভবিষ্য তহবিলে করদাতা অংশগ্রহণকারী হইলে, উক্ত তহবিলে করদাতা বা তাহার নিয়োগকারী কর্তৃক পরিশোধিত অর্থ যাহা চাঁদা হিসাবে প্রদত্ত হইয়াছে।

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (১) অনুসারে,

করদাতা কর্তৃক তাহার নিজের জন্য অথবা তাহার স্বামী বা স্ত্রী অথবা তাহার কোনো অপ্রাপ্ত বয়স্ক সন্তানের জন্য জীবন বিমা বা চুক্তি ভিত্তিক “deferred annuity” পরিচালনা করিবার জন্য পরিশোধিত কোনো অর্থ, তবে বিমার ক্ষেত্রে পরিশোধিত উক্ত অর্থ হইবে বিমার প্রকৃত অর্থের (বোনাস বা অন্যান্য সুবিধা ব্যতীত) ১০% (দশ শতাংশ)

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (২) অনুসারে,

 হিন্দু অবিভক্ত পরিবার হিসাবে কোনো করদাতা কর্তৃক উক্ত পরিবারের যেকোনো পুরুষ সদস্যের বা এইরূপ সদস্যের স্ত্রীর জীবন বিমার উদ্দেশ্যে পরিশোধকৃত অর্থ:

তবে শর্ত থাকে যে, প্রযোজ্য ক্ষেত্রে জীবন বিমা পলিসির প্রিমিয়াম অথবা, চুক্তি ভিত্তিক “deferred annuity” এর জন্য পরিশোধিত অর্থ বাংলাদেশে পরিশোধ না করা হইলে, এই অনুচ্ছেদ বা অনুচ্ছেদ (১) এর অধীন কোনো অব্যহতি অনুমোদনযোগ্য হইবে না।

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (৬) অনুসারে,

অনুমোদিত কোনো বার্ধক্য তহবিলে করদাতা অংশগ্রহণকারী হইলে, উক্ত তহবিলে তৎকর্তৃক বার্ষিক সাধারণ চাঁদা হিসাবে পরিশোধকৃত অর্থ।

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (১২) অনুসারে,

স্ত্রী, সন্তান বা নির্ভরশীল অন্য কোরো সুবিধা প্রতিবিধানার্থ কল্যাণ তহবিলে প্রদত্ত অর্থ অথবা যৌথ বিমা স্কিমের অধীন কোনো প্রিমিয়াম বাবদ পরিশোধিত অর্থ যদি এইরূপ তহবিল অথবা স্কিম বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুমোদিত হয়।

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (৩) অনুসারে,

কোনো ব্যক্তিবিশেষের প্রতি সরকার কর্তৃক বা সরকারের পক্ষে বেতনাদি বাবদ পরিশোধযোগ্য যেকোনো পরিমাণের অর্থ হইতে চাকুরির শর্তাবলি অনুসারে উক্ত ব্যক্তির জন্য স্থগিত বার্ষিক বৃত্তি বাবদ অথবা তাহার স্ত্রী বা সন্তানদের নিরাপত্তা বিধানের জন্য কর্তনকৃত অর্থ:

তবে শর্ত থাকে যে, উক্তরূপ অর্থ প্রাপ্য বেতনের এক-পঞ্চমাংশের অধিক হইবে না।

নিম্নে উল্লেখিত বিনিয়োগ ক্ষেত্রগুলোতে দান করলে শুধু কর রেয়াত পাবেন।

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (৯) অনুসারে,

করদাতা কর্তৃক কোনো দাতব্য হাসপাতালকে প্রদত্ত কোনো দান, যাহা এইরূপ অর্থ পরিশোধের ১ (এক) বৎসর পূর্বে সিটি কর্পোরেশন এলাকা বহির্ভূত এলাকায় স্থাপন করা হইয়াছে এবং বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুমোদিত হইয়াছে।

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (১০) অনুসারে,

প্রতিবন্ধী ব্যক্তিগণের কল্যাণে স্থাপিত কোনো সংগঠনকে করদাতা কর্তৃক দান হিসাবে পরিশোধকৃত কোনো অর্থ, যদি এইরূপ সংগঠন উক্ত দানের এক বৎসর পূর্বে প্রতিষ্ঠিত হয় এবং এতদুদ্দেশ্যে সমাজকল্যাণ অধিদপ্তর ও বোর্ড কর্তৃক অনুমোদিত হয়।

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (১১) অনুসারে,

করদাতা কর্তৃক যাকাত হিসাবে যাকাত তহবিলে অথবা চাঁদা বা দান হিসাবে যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩ (২০২৩ সনের ৫ নং আইন) দ্বারা বা ইহার অধীন প্রতিষ্ঠিত কোনো দাতব্য তহবিলে পরিশোধিত যেকোনো পরিমাণ অর্থ।

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (১৩) অনুসারে,

সরকার কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণমুলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত অর্থ।

ষষ্ঠ তফসিল অংশ ৩ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (১৪) অনুসারে,

স্বাধীনতা যুদ্ধ স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যয়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত যেকোনো পরিমাণের অর্থ।

ষষ্ঠতফসিল অংশ৩ এরঅনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (১৫) অনুসারে,

জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত যেকোনো পরিমাণের অর্থ।

সমাপণী বক্তব্য বলা যায়, ট্যাক্স প্লানিং এর অংশ হিসাবে কর রেয়াত পাওয়ার জন্য আপনাকে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ করার পূর্বে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় বিনিয়োগ করবেন। উপরে উল্লেখিত খাতগুলো আপনাকে বিনিয়োগ সম্পর্কে একটি সচ্ছ ধারানা দিবে, যা আপনার ট্যাক্স প্লানিং এ সহায়তা করবে।

Spread the love

Leave a Comment