Income Tax Act 2023

Income Tax Return Filing Rules For a Private Employee

আপনি একজন বেসরকারী চাকুরীজীবী হিসাবে আপনার আয়কর রিটার্ন দাখিল করা প্রয়োজন। আয়কর রিটার্ন দাখিল করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।

”আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৬(১) এর অনুচ্ছেদ (গ) অনুসারে একটি কোম্পানি, কোনো শেয়ারহোল্ডার পরিচালক বা কোনো কোম্পানির শেয়ারহোল্ডার কর্মচারী, কোনো ফার্ম, কোনো ফার্মের অংশীদার, কোনো ব্যক্তিসংঘ, কোনো ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপকের পদধারী কোনো কর্মচারী, কোনো গণকর্মচারী হন বা কোনো অনিবাসী হন যাহারা বংলাদেশে স্থায়ী স্থাপনা রহিয়াছে “ এমন প্রত্যেক ব্যক্তি উপকর কমিশনারের নিকট সংশ্লিষ্ট আয়বর্ষের রিটার্ন দাখিল করতে হবে।

একটি বেসরকারী চাকুরীজীবী হিসাবে আয়কর রিটার্ন দাখিল করতে, আপনাকে আপনার আয়ের বিবরণ, বার্ষিক ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করতে হয়।

আপনি যদি নতুন হয়ে থাকেন এবং আয়কর রিটার্ন দাখিলে সমস্যা অথবা প্রশ্ন থাকে, তাহলে আপনি আপনার স্থানীয় আয়কর অফিসে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ব্লগের শেষ অংশে আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজনীয় নাম্বার দেওয়া আছে।

আপনি আমাদের ব্লগটি পড়ে এবং ভিডিও টি দেখে, আপনার চাকরি হইতে আয় অতি সহজে নিভূলভাবে নির্ণয় করতে পারবেন? আমরা উদাহরনসহ হাতে কলমে চাকরি হইতে আয় নির্ণয় করে দেখাবো। যা আপনাকে সহজ ও নিভূলভাবে আয়কর রিটার্ন পূরন করতে সহায়তা করবে।

ধারা-৩২। চাকরি হইতে আয়।

(১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, চাকরি হইতে আয় অর্থে নিম্নবর্ণিত আয়সমূহ অন্তর্ভুক্ত হইবে যথা:-

(ক) চাকরি হইতে প্রাপ্ত বা প্রাপ্য যেকোনো প্রকার আর্থিক প্রাপ্তি, বেতন ও সুযোগ-সুবিধা;

(খ) কর্মচারী শেয়ার স্কিম হইতে অজিত আয়;

(গ) কর অনারোপিত বকেয়া বেতন; বা

(ঘ) অতীত বা ভবিষ্যতের কোনো নিয়োগকর্তা হইতে প্রাপ্ত যেকোনো অঙ্ক বা সুবিধো।

(২) নিম্নবর্ণিত প্রাপ্তিসমূহ চাকরি হইতে আয় এর অন্তর্ভুক্ত হইবে না যথা:-

(ক) শেয়ারহোল্ডার পরিচালক নহে এইরূপ অন্য কোনো কর্মচারী হার্ট,কিডনি ,চক্ষু, লিভার ও ক্যানসার অপারেশন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ; বা

(খ) সম্পূর্ণরূপে এবং কেবল চাকরির দায়িত্ব পারিপালনের জন্য প্রাপ্ত এবং ব্যয়িত যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা।

ব্যাখ্যা। এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-

(ক) ‘বেতন’ অর্থ কর্মচারী কর্তৃক চাকরি হইতে প্রাপ্ত যেকোনো প্রকৃতির অঙ্ক এবং নিম্নবর্ণিত বিষয় ইহার অন্তর্ভুক্ত হইবে:-

(অ) যেকোনো বেতন, মজুরি বা পারিশ্রমিক;

(আ) যেকোনো ভাতা, ছুটি ভাতা, ছুটি নগদোয়ন, বোনাস, ফি, কমিশন, ওভারটাইম;

(ই) অগ্রিম বেতন;

(ঈ) আনুতোষিক, অ্যানুইটি, পেনশন বা ইহাদের সম্পূরক;

(উ) পারকুইজিট;

(ঊ) বেতন বা মজুরি পরিবর্তে প্রাপ্তি অথবা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি;

(খ) বেতন বা মজুরি পরিবর্তে প্রাপ্তি অথবা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি অর্থে অন্তর্ভুক্ত হইবে:-

(অ) চাকরির অবসানের কারণে প্রাপ্ত যে কোনো প্রকার ক্ষতিপূরণ, উহা যে নামেই অভিহিত হউক না কেন;

(আ) ভবিষ্য তহবিল বা অন্য কোনো তহবিলে  কর্মচারীর অনুদানের অংশ ব্যতিরেকে অবশষ্টি অংশ;

(ই) চাকরির  চুক্তির শর্তাবলীর পরিবর্তনের ফলে প্রাপ্ত অঙ্ক বা সুবিধাদির ন্যায্য বাজার মূল্য;

(ঈ) চাকরিতে যোগদানকালে বা চাকরির অন্য কোনো শর্তের অধীন প্রাপ্ত অঙ্ক বা সুবিধাদির ন্যায্য বাজার মূল্য;

‘পারকুইজিট’

‘পারকুইজিট’ অর্থ নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীরকে  প্রদত্ত ইনসেনটিভ বোনাসসহ যেকোনো প্রকোরের পরিশোধ বা সুবিধা, তবে নিম্নবর্ণিত পরিশোধসমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-

(অ) মূল বেতন, বকেয়া বেতন, অগ্রীম বেতন, উৎসব ভাতা, প্রণোদনা ভাতা, ছুটি নগদায়নওভারটাইম;

(আ) স্বীকৃত ভবিষ্য তহবিল, অনুমোদিত পেনশন তহবিল, অনুমোদিত আনুতোষিক তহবিলঅনুমোদিত  বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা;

‘মূল বেতন’

(ঘ) মূল বেতন অর্থ মাসিক বা অন্য প্রকারে প্রদেয় বেতন যাহার ভিত্তিতে অন্যান্য ভাতা এবং সুবিধা নির্ধারিত হয়, তবে নিম্নবর্ণিত ভাতা বা সুবিধাদি মূল বেতনের অন্তর্ভুক্ত হইবে না, যথা:

(অ) সকল প্রকার ভাতা, পারকুইজিট, অ্যানুইটি,বোনাস সুবিধো; এবং

(আ) নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীর বিভিন্ন তহবিলে প্রদত্ত চাঁদা;

‘নিয়োগকর্তা’

(ঙ) নিয়োগকর্তা অর্থ যিনি নিয়োগ দান করিয়া থাকেন এবং বেতন-ভাতাদি পরিশোধ করিয়া থাকেন বা নিয়োগকর্তার পক্ষে উক্ত কাজ সম্পন্নকারী ব্যাক্তিও নিয়োগকর্তা হিসাবে গণ্য হইবেন।

ধারা-৩৩। পারকুইজিট, ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্য নির্ধারণ।

আর্থিক মূল্যে প্রদেয় পারকুইজিট, ভাতা ও সুবিধাদি ব্যতীত পারকুইজিট, ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্য নিম্নবর্ণিত টেবিল মোতাবেক নির্ধারিত হইবে, যথা: –

ক্রমিক নংপারকুইজিট, ভাতা সুবিধা ইত্যাদিনির্ধারিত মূল্য
১।আবাসন সুবিধা(ক) আবাসনের ভাড়া সম্পূর্ণভাবে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত হইলে অথবা নিয়োগকর্তা কর্তৃক আবাসনের ব্যবস্থা করা হইলে আবাসনের বার্ষিক মূল্য;   (খ) হ্রাসকৃত ভাড়ায় প্রাপ্ত আবাসনের ক্ষেত্রে অনুচ্ছেদ (ক) অনুযায়ী নির্ধারিত ভাড়া এবং পরিশোধিত ভাড়ার পার্থক্য।
২।মোটরগাড়ি প্রতি সুবিধো(ক) ২৫০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক ১০,০০০ (দশ হাজার) টাকা;   (খ) ২৫০০ সিসির অধিক এইরূপ গাড়ির ক্ষেত্রে মাসিক ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা;
৩।অন্য কোনো পারকুইজিট, ভাতা ও সুবিধাপারকুইজিট, ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্য বা ন্যায্য মূল্য।

ধারা-৩৪। কর্মচারী শেয়ার স্কিম হইতে অজিত আয় নির্ধারণ।

(১) কর্মচারী শেয়ার স্কিম অর্থ কোনো চুক্তি বা ব্যবস্থাপনা যাহার অধীন একটি কোম্পানি-

(ক) তাহার কোনো কর্মচারী বা তাহার কোনো সহগযোগী কোম্পানি কর্মচারী বরাবর শেয়ার ইস্যু করিতে পারিবে; বা

(খ) একটি ট্রাস্টের ট্রাস্টি বরাবর শেয়ার ইস্যু করিতে পারিবে এবং পরবর্তীতে ট্রাস্টি ট্রাস্টের দলিল মোতাবেক উক্ত শেয়ার উক্ত কোম্পানি বা তাহার কোনো সহগযোগী কোম্পানি কোনো কর্মচারী বরাবর ইস্যু করিতে পারিবে।

(২) কর্মচারী শেয়ার স্কিমের অধীন শেয়ার প্রাপ্ত হইলে, শেয়ার  প্রাপ্তির বৎসরে ক – খ নিয়মে আয় চাকরি হইতে আয়ের সহিত যোগ হইবে, যেখানে-

ক = প্রাপ্তির তারিখে শেয়ারের ন্যায্য বাজার মূল্য;

খ = শেয়ার অর্জনের ব্যয়।

(৩) উপ-ধারা (২) এ বর্ণিত শেয়ার অর্জনের ব্যয় বলিতে নিম্নবণিত ব্যয়সমূহের যোগফল বুঝাইবে, যথা:-

(ক) কর্মচারী শেয়ার অর্জনে যদি কোনো মূল্য পরিশোধ করিয়া থাকেন;

(খ) কর্মচারী শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ আদায়ে যদি কোনো মূ্ল্য পরিশোধ করিয়া থাকেন।

(৪) কর্মচারী শেয়ার স্কিমের অধীন শেয়ার প্রাপ্ত অধিকার বা সুযোগ কর্মচারী বিক্রয় বা হস্তান্তর করিলে চাকরি হইতে আয়ের সহিত ক–খ নিয়মে আয় যোগ হইবে, যেখানে-

ক = শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ বিক্রয় বা হস্তান্তর মূল্য;

খ = শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ আদায়ে পরিশোধিত মূ্ল্য।

প্রশ্নঃ বেসরকারী চাকুরীজীবীর কিভাবে চাকরি হতে করযোগ্য আয় নির্ণয় করবেন?

একজন বেসরকারী চাকুরীজীবীর চাকরি হতে করযোগ্য আয় নির্ণয়। যথাঃ-

তফসিল – ১

খ. সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী ব্যতীত অন্যান্য চাকুরীজীবি করদাতাদের জন্য এই অংশটি প্রযোজ্য
বিবরণ টাকামোট
বেতন
ভাতা সমূহ
অগ্রিম বেতন
আনুতোষিক, অ্যানুইটি, পেনশন বা ইহাদের সম্পূরক
পারকুইজিট
বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি অথবা অতিরিক্ত প্রাপ্তি
কর্মচারী শেয়ার স্কিম হইতে অর্জিত আয়
আবাসন সুবিধা
মোটরগাড়ি সুবিধা
নিয়োগকর্তার কর্তৃক প্রদত্ত অন্যকোন সুবিধা
স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা
অন্যান্য যদি থাকে (বিবরণ দিন)
মোট প্রাপ্ত বেতন
বাদ: অব্যাহতিপ্রাপ্ত
(চাকুরী হতে আয়েরে এক-তৃতীয়াংশ)
অথবা ৪৫০,০০০ টাকা যাহা কম
মোট

সংক্ষিপ্ত বিবরণ

বিবরণচাকরি হতে আয়ের সাথে যোগ হবে।
১. বেতন
মূল বেতন (Basic Salary)সম্পূর্ন অংশ যোগ হবে।
বকেয়া বেতন (Arrear Salary)সম্পূর্ন অংশ যোগ হবে।
ওভারটাইম (Overtime)সম্পূর্ন অংশ যোগ হবে।
২. ভাতা সমূহ
উৎসব ভাতা (Festival Bonus)সম্পূর্ন অংশ যোগ হবে।
প্রণোদনা ভাতা (Incentive Allowance)সম্পূর্ন অংশ যোগ হবে।
ছুটি নগদায়ন (Leave Encashment)সম্পূর্ন অংশ যোগ হবে।
বৈশাখী ভাতা (Boishaki allowance)সম্পূর্ন অংশ যোগ হবে।
বিনোদন ভাতা (Entertainment Allowance)সম্পূর্ন অংশ যোগ হবে।
মহার্ঘ ভাতা (Dearness Allowance)সম্পূর্ন অংশ যোগ হবে।
৩। অগ্রিম বেতন (Advance Salary)সম্পূর্ন অংশ যোগ হবে।
৪। আনুতোষিক, অ্যানুইটি, পেনশন বা ইহাদের সম্পূরক
আনুতোষিক (Gratuity)অব্যাহতিপ্রাপ্ত সীমা ২৫,০০০,০০০ টাকা। অতিরিক্ত টাকা চাকরি হতে আয়ের সাথে যোগ হবে। (ষষ্ঠ তফসিল, অংশ ১, অনুচ্ছেদ-৬)
অ্যানুইটিসম্পূর্ন অংশ যোগ হবে।
পেনশনসম্পূর্ন অংশ অব্যাহতিপ্রাপ্ত (ষষ্ঠ তফসিল, অংশ ১, অনুচ্ছেদ-৬)
৫। পারকুইজিটসম্পূর্ন অংশ যোগ হবে।
বাড়ী ভাড়া ভাতাসম্পূর্ন অংশ যোগ হবে।
যাতায়াত ভাতাসম্পূর্ন অংশ যোগ হবে।
চিকিৎসা ভাতাসম্পূর্ন অংশ যোগ হবে।
লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্সসম্পূর্ন অংশ যোগ হবে।
ইনসেনটিভ বোনাসসম্পূর্ন অংশ যোগ হবে।
৬। বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি অথবা অতিরিক্ত প্রাপ্তিসম্পূর্ন অংশ যোগ হবে।
৭। কর্মচারী শেয়ার স্কিম হইতে অজিত আয় (Income from Employee Share Scheme)সম্পূর্ন অংশ যোগ হবে।
৮। আবাসন সুবিধাক. বিনামূল্যে আবাসন সুবিধা বার্ষিক মূল্য আয়ের সাথে যোগ হবে।

খ. হ্রাসকৃত ভাড়ায় বাসস্থান বার্ষিক মূল্য হতে কর্তনকৃত ভাড়া বাদ দেওয়ার পর আয়ের সাথে যোগ হবে।
৯।  মোটরগাড়ি সুবিধাক. ২৫০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মসিক ১০,০০০ টাকা আয়ের সাথে যোগ হবে।

খ. ২৫০০ সিসি অধিক গাড়ির ক্ষেত্রে মসিক ২৫,০০০ টাকা আয়ের সাথে যোগ হবে।
১০। নিয়োগকর্তার কর্তৃক প্রদত্ত অন্যকোন সুবিধাসম্পূর্ন অংশ যোগ হবে।
১১। স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তার প্রদত্ত চাঁদাসম্পূর্ন অংশ যোগ হবে।
১২। অন্যান্য (বিবরণ দিন)
স্বীকৃত ভবিষ্য তহবিল হতে আয়সম্পূর্ন  আয় অব্যাহতিপ্রাপ্ত (ষষ্ঠ তফসিল, অংশ , অনুচ্ছেদ())
ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (WPPF)সম্পূর্ন অংশ যোগ হবে।
অফিসে নিয়োগকর্তা কর্তৃক বিনামূল্যে চা, কফি, নাস্তাকোন অর্থই যোগ হবে না।
অফিসে নিয়োগকর্তা কর্তৃক বিনামূল্যে দুপুরের খাবারকোন অর্থই যোগ হবে না।

নিম্মে একটি উদাহরণ তুলে ধরা হলঃ

Salary Certificate

This is to certify that Md. Rahman Ali (Emp-id: 4081, TIN, 110011001100), Officer'(Cash), ABC Branch, ABC Bank Limited has been paid a sum of Tk. 11,09,600.00 only in his salary account as salary and allowances during the period from July, 2023 to June’ 2024 as per the following break up:

Basic Salary408,800
House Rent Allowance204,000
Conveyance Allowance91,200
Medicle Allowance52,800
Entertainment Allowance35,200
P.F Bank Contribution40,800
Festival Bonus204,000
Boishaki Bonus6,800
Leave Fare Assistance66,000
Total1,109,600

We further certify that tk. 15,2OO only has been deducted at source and deposited through Bangladesh Bank A-Challan favoring Deputy Commissioner of Taxes, Large Tax Unit (LTU) Dhaka.

Authorized Signature

আপনার আয়কর রিটার্ন পূরন করতে কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Here we are providing Tax related service, for more please contact below mention number.

1.Foysal Ahmed, Professional Level, RAT of ICAB, Cell Phone No.01815096221

2.Md. Azgar Ali, ITP, Cell Phone No.01725 646 918

3.Ikram Uddin Ahmed,ITP Cell Phone No.01823 223 344

4.Abedin Kader,ITP, CA(Course Completed), Cell Phone No.01717 703 783

FM SKILL SHARING

This is a Compact File. (Auto Individual Tax Return)

Income Tax Return Format

**********************************************

ফাইলের নামঃ ব্যক্তিগত আয়কর রিটার্ন (বাংলা ভার্সন)

ফর্মঃ আইটি-১১গ (২০২৩)

*মূল্যঃ ৫০০ টাকা মাত্র*

**********************************************

File Name: Individual Income Tax Return (English Version)

Form: IT11GA (2023)

*Price Tk. 500 only*

**********************************************

Send Money This Number & also send a SMS with Bikas or Nagad Transaction Id & you mail no. Bikas No.01815 096 221

Partnership Firm Tax Return

**********************************************

ফাইলের নামঃ পার্টনারশীপ ফার্মের আয়কর রিটার্ন (বাংলা ভার্সন)

ফর্মঃ আইটি-১১গ (২০২৩)

*মূল্যঃ ৬০০ টাকা মাত্র*

**********************************************

File Name: Partnership Firm Income Tax Return (English Version)

Form: IT11GA (2023)

*Price Tk. 600 only*

**********************************************

Withholding Tax Return

**********************************************

ফাইলের নামঃ উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন (বাংলা ভার্সন)

*মূল্যঃ ৬০০ টাকা মাত্র*

**********************************************

File Name: Withholding Tax Return with Practicing File (English Version)

*Price Tk.600 only*

**********************************************

TDS & VDS Calculator

**********************************************

File Name: Supplier TDS & VDS Deduction

*Price Tk.500 only*

File Name: Service Bill TDS & VDS Deduction

*Price Tk. 400 only*

File Name: TDS & VDS Deduction from Advertisement, Office Rent & Others

*Price Tk. 300 only*

File Name: Salary TDS Calculator

*Price Tk. 600 only*

**********************************************

Other File

**********************************************

File Name: Advance Tax Calculator for (Company & Individual)

*Price Tk.400 only*

**********************************************

File Name: Gift Tax Return

*Price Tk.300 only*

**********************************************

File Name: Private Company Gratuity Calculation File

*Price Tk.500 only*

**********************************************

Spread the love

View Comments

  • Thank you. I saw today . you are presenting every subject wail. comment if there are more topics later.

Recent Posts

Automate Your Payroll: Generate Payslips with Mail Merge Easily

In today’s HR and accounting workflows, generating payslips efficiently and accurately for multiple employees is… Read More

3 months ago

Convert Number to Text in Excel: A Complete Guide

When preparing vouchers, sales invoices, or financial reports in Excel, it’s often necessary to spell… Read More

4 months ago

How to Calculate Tax on Rental Income as per the 2023 Income Tax Act

বাড়ি বা জমি ভাড়া দিয়ে আয় করা আমাদের অনেকের জন্যই এক গুরুত্বপূর্ণ আয়ের উৎস। তবে,… Read More

10 months ago

Uncovering the Secrets of Service VAT Rate & It’s Exemption

Are you curious about how VAT rates and its exemptions is impact on businesses and… Read More

1 year ago

Navigating Incoterms: A Practical Approach

Incoterms (International Commercial Terms) defined by the International Chamber of Commerce (ICC). Incoterms are a… Read More

1 year ago

Unlocking the Secrets of VAT Registration in Bangladesh.

Are you a business owner in Bangladesh looking to navigate the complex world of VAT… Read More

1 year ago