FM SKILL SHARING

How To Calculate Source Tax from Employment Service

বাংলাদেশে কোনো প্রতিষ্ঠারে কর্মরত ব্যক্তির চাকরি আয় যদি করমুক্ত সীমা অতিক্রম করে, চাকরির অর্থ পরিশোধের সময় উৎস কর কর্তন করতে হয়। চাকরির আয় হতে উৎস কর কর্তন একটি জটিল কাজ। এই কাজটি নির্ভূলভাবে করতে হলে আপনাকে চাকরির আয় হতে উৎস কর কর্তনের সঠিক নিয়ম জানতে হবে। এই ব্লগের মাধ্যমে চাকরির আয় হতে উৎস কর কর্তনের নিয়মগুলো তুলে ধরা হলোঃ

আয়কর আইন ২০২৩ এর ধারা ৮৬ অনুসারে

(১) কোন ব্যক্তির চাকরি হইতে আয় থকলে, চাকরির অর্থ পরিশোধের সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রাপকের আনুমানিক মোট আয়ের উপর প্রযোজ্য করের গড় হারে কর কর্তন করবেন।

(২) স্বীকৃত ভবিষ্য তহবিলের পুঞ্জিভূত স্থিতি (ব্যালেন্স) হইতে কোনো অর্থ পরিশোধের সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রযোজ্য ক্ষেত্রে কর কর্তন করিবেন।

(৩) কোনো সরকারি কর্মকর্তার প্রদেয় বার্ষিক বেতন যদি করমুক্ত সীমা অতিক্রম করে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অর্থ পরিশোধের সময় আনুমানিক মোট আয়ের জন্য প্রযোজ্য করের গড় হারে কর কর্তন করিবেন।

(৪) উপ-ধারা (১) এবং (৩) এর অধীন কোনো কর্তনের সময় পূর্ববর্তী কোনো বাড়তি অংশ বা ঘাটতির থাকলে তা সমন্বয় করা যাইবে।

সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী ব্যতীত অন্যান্য চাকুরীজীবি করদাতাদের জন্য

বিবরণ টাকাটাকা
১।  বেতন xxx
২।  ভাতা সমূহ  
        উৎসব ভাতাxxx
        ছুটি নগদায়নxxx 
        ওভারটাইমxxx 
  xxx
৩।  অগ্রিম বেতন xxx
৪।  আনুতোষিক, অ্যানুইটি, পেনশন বা ইহাদের সম্পূরক  
       আনুতোষিক
বাদ: অব্যাহতিপ্রাপ্ত সীমা ২৫,০০০,০০০ টাকা
(ষষ্ঠ তফসিল, অংশ ১, অনুচ্ছেদ-৬)
xxx
xxx
xxx
       অ্যানুইটি xxx
       পেনশন
বাদ: সম্পূর্ন অব্যাহতিপ্রাপ্ত
(ষষ্ঠ তফসিল, অংশ ১, অনুচ্ছেদ-৬)
xxx
xxx
xxx
৫।  পারকুইজিট  
       বাড়ী ভাড়া ভাতাxxx 
       যাতায়াত ভাতাxxx 
       চিকিৎসা ভাতাxxx 
       লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্সxxx 
       ইনসেনটিভ বোনাসxxx 
  xxx
৬।  বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি অথবা অতিরিক্ত প্রাপ্তি xxx
৭।  কর্মচারী শেয়ার স্কিম হইতে অর্জিত আয় xxx
৮।  আবাসন সুবিধানোট-১xxx
৯।  মোটরগাড়ি সুবিধানোট-২xxx
১০। নিয়োগকর্তার কর্তৃক প্রদত্ত অন্যকোন সুবিধা xxx
১১। স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা xxx
১২। অন্যান্য (বিবরণ দিন)  
স্বীকৃত ভবিষ্য তহবিল হতে আয়
বাদ: অব্যাহতিপ্রাপ্ত
(ষষ্ঠ তফসিল, অংশ ১, অনুচ্ছেদ-৬(খ))
xxx
xxx


xxx
       বৈশাখী ভাতা xxx
       বিনোদন ভাতা xxx
       ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (WPPF) xxx
মোট xxx
নোটপারকুইজিট, ভাতা সুবিধা ইত্যাদিনির্ধারিত মূল্য
১।আবাসন সুবিধা(ক) আবাসনের ভাড়া সম্পূর্ণভাবে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত হইলে অথবা নিয়োগকর্তা কর্তৃক আবাসনের ব্যবস্থা করা হইলে আবাসনের বার্ষিক মূল্য;  
(খ) হ্রাসকৃত ভাড়ায় প্রাপ্ত আবাসনের ক্ষেত্রে অনুচ্ছেদ (ক) অনুযায়ী নির্ধারিত ভাড়া এবং পরিশোধিত ভাড়ার পার্থক্য।
২।মোটরগাড়ি প্রতি সুবিধো(ক) ২৫০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক ১০,০০০ (দশ হাজার) টাকা;   (খ) ২৫০০ সিসির অধিক এইরূপ গাড়ির ক্ষেত্রে মাসিক ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা;

মোট আয় পরিগণনা হইতে বাদ

ষষ্ঠ তফসিল, অংশ ১, অনুচ্ছেদ (২৭)

“চাকুরি হইতে আয়” হিসাবে পরিগণিত আয়ের এক-তৃতীয়োংশ বা ৪, ৫০,০০০ (চার লক্ষ পঞ্চোশ হাজার) টাকা যাহা কম মোট আয় পরিগণনা হইতে বাদ হবে।

ষষ্ঠ তফসিল, অংশ ১, অনুচ্ছেদ (৬)

কোনো স্বীকৃত ভবিষ্য তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল, পেনশন তহবিল এবং অনুমোদিত আনুতোষিক তহবিল

(ক) কর্তৃক কমচারী বা নিয়োগকর্তা হইতে কোনো চাঁদা; এবং

(খ) হইতে উহাদের সুবিধাগভোগীদের মাঝে বিতরণকৃত আয় যাহা উক্ত তহবিল হতে কররোপিত হইয়ছে:

তবে শর্ত থাকে যে, কোনো অনুমোদিত  আনুতোষিক তহবিল হইতে  করদাতা কর্তৃক আনুতোষিক হিসাবে গৃহীত  অর্থ অনধিক ২,৫০,০০,০০০ (দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকা সীমা অতিক্রম করিবে না।

ষষ্ঠ তফসিল, অংশ ১, অনুচ্ছেদ (৪)

সরকারি পেনশন তহবিল হইতে করদাতা কর্তৃক গৃহীত বা  করদাতার বকেয়া পেনশন মোট আয় পরিগণনা হইতে বাদ হবে।

ষষ্ঠ তফসিল, অংশ ১, অনুচ্ছেদ (৫)

সরকারি আনুতোষিক তহবিল হইতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসাবে গৃহীত অনধিক ২,৫০,০০,০০০ (দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকা আয় মোট আয় পরিগণনা হইতে বাদ হবে।

ষষ্ঠ তফসিল, অংশ ১, অনুচ্ছেদ (৭)

ভবিষ্য তহবিল আইন, ১৯২৫ (১৯২৫ সনের ১৯ নং আইন) প্রযোজ্য এইরূপ কোনো ভবিষ্য তহবিল সৃষ্ট বা উপচিত অথবা ভবিষ্য তহবিল হইতে সৃষ্ট কোনো আয় মোট আয় পরিগণনা হইতে বাদ হবে।

করযোগ্য মোট আয়ের উপর সাধারণ কর রেয়াত নির্ধারণ:-

নির্ধারিত সীমা, শর্তাবলি এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হইলে করবর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হইতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্নবর্ণিতভাবে কর রেয়াত প্রাপ্য হইবেন-

(ক) ০.০৩ × ‘ক, বা

(খ) ০.১৫ × ‘খ’, বা

(গ) ১০ (দশ) লক্ষ টাকা-

এই তিনটির মধ্যে যাহা কম।

এইক্ষেত্রে-

‘ক’ = কর অব্যহতি প্রাপ্ত আয়, হ্রাসকৃত করহার প্রযোজ্য এইরূপ আয় এবং নূনতম কর প্রযোজ্য এইরূপ আয় বাদ দিয়া পরিগণিত মোট আয়, এবং

‘খ’ = কোনো আয়বর্ষে ষষ্ঠ তফসিল এর অংশ ৩ অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণ।

আনুমানিক মোট আয়ের উপর প্রযোজ্য করের গড় হারে কর নির্ধারণ

উদাহরণঃ

জনাব আব্দুল মোমেন মিয়া টেকনিক্যাল অ্যাডভাইজার হিসাবে এবিসি লিঃ এ কর্মরত আছে। ২০২৩-২০২৪ আয়বর্ষের জুলাই-২০২৩ এ তার মাসিক বেতন নিম্মে তুলে ধরা হলঃ

বিবরণটাকা
মূল বেতন৪৩,১০০
বাড়ী ভাড়া ভাতা২১,৫৫০
যাতায়াত ভাতা৩,০১৭
চিকিৎসা ভাতা৫,১৭২
স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা১,৫০৯
মোট৭৪,৩৪৮

আনুমানিক মোট আয়ের উপর প্রযোজ্য করের গড় হারে কর নির্ধারণ করতে হবে।

জনাব আব্দুল মোমেন মিয়ার আনুমানিক মোট করযোগ্য আয় নির্নয়ঃ

মূল বেতন৪৩,১০০১২৫১৭,২০০
বাড়ী ভাড়া ভাতা২১,৫৫০১২২৫৮,৬০০
যাতায়াত ভাতা৩,০১৭১২৩৬,২০৪
চিকিৎসা ভাতা৫,১৭২১২৬২,০৬৪
স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা১,৫০৯১২১৮,১০৮
মোট৭৪,৩৪৮১২৮৯২,১৭৬
বাদঃ এক-তৃতীয়োংশ বা
৪, ৫০,০০০ টাকা যাহা কম
২৯৭,৩৯২
৪৫০,০০০
 

২৯৭,৩৯২
মোট করযোগ্য আয়  ৫৯৪,৭৮৪

করযোগ্য মোট আয়ের উপর সাধারণ কর রেয়াত নির্ধারণ

সাধারণ কর রেয়াত = ০.০৩ × ৫৯৪,৭৮৪ =১৭,৮৪৪ টাকা

গড় হারে কর নির্ধারণ ও কর্তনঃ

করযোগ্য আয় = ৫৯৪,৭৮৪ টাকা

প্রথম ৩৫০,০০০ টাকা০%
পরবর্তী ১০০,০০০ টাকা৫%৫,০০০ টাকা
পরবর্তী ১৪৪,৭৮৪ টাকা১০%১৪,৪৭৮ টাকা
মোট কর দায় ১৯,৪৭৮ টাকা
বাদঃ সাধারণ কর রেয়াত ১৭,৮৪৪ টাকা
নীট করদায় ১,৬৩৪ টাকা

জনাব আব্দুল মোমেন মিয়ার নূন্যতম কর হবে ৫,০০০ টাকা

প্রতি মাসে ৫,০০০/১২ = ৪১৭ টাকা করে উৎসে কর কর্তন করতে হবে।

Here we are providing Tax related service, for more please contact below mention number.

1.Foysal Ahmed, Professional Level, RAT of ICAB, Cell Phone No.01815096221

2.Md. Azgar Ali, ITP, Cell Phone No.01725 646 918

3.Ikram Uddin Ahmed,ITP Cell Phone No.01823 223 344

4.Abedin Kader,ITP, CA(Course Completed), Cell Phone No.01717 703 783

FM SKILL SHARING

This is a Compact File. (Auto Individual Tax Return)

Income Tax Return Format

**********************************************

ফাইলের নামঃ ব্যক্তিগত আয়কর রিটার্ন (বাংলা ভার্সন)

ফর্মঃ আইটি-১১গ (২০২৩)

*মূল্যঃ ৬০০ টাকা মাত্র*

**********************************************

File Name: Individual Income Tax Return (English Version)

Form: IT11GA (2023)

*Price Tk. 600 only*

**********************************************

Send Money This Number & also send a SMS with Bikas or Nagad Transaction Id & you mail no. Bikas No.01815 096 221

Partnership Firm Tax Return

**********************************************

ফাইলের নামঃ পার্টনারশীপ ফার্মের আয়কর রিটার্ন (বাংলা ভার্সন)

ফর্মঃ আইটি-১১গ (২০২৩)

*মূল্যঃ ৬০০ টাকা মাত্র*

**********************************************

File Name: Partnership Firm Income Tax Return (English Version)

Form: IT11GA (2023)

*Price Tk. 600 only*

**********************************************

Withholding Tax Return

**********************************************

ফাইলের নামঃ উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন (বাংলা ভার্সন)

*মূল্যঃ ৬০০ টাকা মাত্র*

**********************************************

File Name: Withholding Tax Return with Practicing File (English Version)

*Price Tk.600 only*

**********************************************

TDS & VDS Calculator

**********************************************

File Name: Supplier TDS & VDS Deduction

*Price Tk.500 only*

File Name: Service Bill TDS & VDS Deduction

*Price Tk. 400 only*

File Name: TDS & VDS Deduction from Advertisement, Office Rent & Others

*Price Tk. 300 only*

File Name: Salary TDS Calculator

*Price Tk. 600 only*

**********************************************

Other File

**********************************************

File Name: Advance Tax Calculator for (Company & Individual)

*Price Tk.400 only*

**********************************************

File Name: Gift Tax Return

*Price Tk.300 only*

**********************************************

File Name: Private Company Gratuity Calculation File

*Price Tk.500 only*

**********************************************

Spread the love

Leave a Comment