স্বাগতম! আপনি বাংলাদেশের নতুন উৎস কর বিধিমাল ২০২৪ অনুসারে উৎস করের রিটার্ন পূরণ করতে চান। উৎস কর বিধিমাল ২০২৪ ১লা জুলাই ২০২৪ থেকে চালু হয়েছে। আপনি উৎস কর বিধিমাল ২০২৪ অনুসারে উৎস করের রিটার্ন পূরণ করতে আমার এই ব্লগপোষ্ট ও ভিডিও টি অনুসরণ করতে পারেন।
উৎস করের রিটার্ন কার জমা দিতে হবে?
আয়কর আইন ২০২৩ এ ধারা ১৭৭ এর উপ-ধারা (১) অনুসারে নিম্নবর্ণিত ব্যক্তিগণ বোর্ড কর্তৃক যেইরূপ উপযুক্ত সেইরূপ নির্ধারিত ফরমে কর্তনকৃত বা সংগ্রহকৃত করের রিটার্ন দাখিল করিবেন:
(ক) সরকারের মন্ত্রনালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যেকোনো কোম্পানি
(খ) ফার্ম;
(গ) ব্যক্তিসংঘ ;
(ঘ) বেসরকারি হাসপাতাল;
(ঙ) ক্লিনিক;
(চ) ডায়াগস্টিক সেন্টার।
উৎস করের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা
আয়কর আইন ২০২৩ এ ধারা ১৭৭ এর উপ-ধারা (৩) অনুসারে
অর্থবৎসরের তারিখ | যে মাসের জন্য প্রযোজ্য |
(১) | (২) |
২৫ অক্টোরব | জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর |
২৫ জানুয়ারী | অক্টোরব, নভেম্বর, ডিসেম্বর |
২৫ এপ্রিল | জানুয়ারী, ফেব্রুয়ারী, মার্চ |
২৫ জুলাই | এপ্রিল, মে, জুন |
তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে উপর্যুক্ত সারনীতে উল্লিখিত তারিখ সাপ্তাহিক বা সরকারি কোনো ছুটির দিন সেইক্ষেত্রে পরবর্তী কর্মদিবসে উক্ত রিটার্ন দাখিল করিতে হইবে।
উৎস করের রিটার্ন ফরম কোথায় পাওয়া যায়।
সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে (https://nbr.gov.bd/) উৎস করের রিটার্ন ফরম পাওয়া যাবে।
অথবা
উৎস কর বিধিমাল ২০২৪ অনুসারে আপনি এটি তৈরী করে নিতে পারেন (এস. আর. ও. নং ১৬১-আইন/আয়কর-৩৬/২০২৪)
আয়কর আইন ২০২৩ এ ধারা ১৭৭ এর উপ-ধারা (৫) অনুসারে
বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ইলেকট্রনিক, যন্ত্র পাঠযোগ্য বা কম্পিউটারে পাঠযোগ্য মাধ্যমে রিটার্ন দাখিলের ক্ষেত্র, ফরম ও পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।
কিভাবে উৎস করের রিটার্ন ফর্ম পূরণ করবেন।
উৎস করের রিটার্ন পূরণ করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে পারেন:
অংশ ১ মৌলিক তথ্যাদি পূরণ করুন (অথবা আমার অটোমেশন ফাইলের ইনপুট পেজ এ নিম্নবর্ণিত মৌলিক তথ্যাদি পূরণ করুন)
০১. অর্থবর্ষ
০২.___________মাসের জন্য প্রযোজ্য
০৩. রিটার্ন দাখিলকারী ব্যক্তির নাম:
০৪. ব্যক্তির মর্যাদা (একটি টিক দিন) যেমন: ০৪ক কোম্পানি, ০৪খ ব্যক্তি সংঘ, ০৪গ ফার্ম ০৪ঘ অন্যান্য ব্যক্তি
০৫. টিআইএন
০৬. উইথহোল্ডিং সনাক্তকরণ নম্বর:
০৭. সার্কেল:
০৮. কর অঞ্চল:
০৯. ঠিকানা:
১০. ফোন নং:
১১. ফ্যাক্স
১২. ই-মেইল:
১৩. মূল ব্যবসা (খাত):
১৪. লিয়াজোঁ বা শাখা অফিসে এর ক্ষেত্রে: যেমন: ১৪ক মূল কোম্পানির নাম: ১৪খ মূল কোম্পানির ট্যাক্স রেসিডেন্স:
অংশ ২ উৎসে কর কর্তনের বিবরণ পূরণ করুন (নিম্নবর্ণিত খাতগুলো হতে আপনি যে খাতগুলো তে উৎসে কর কর্তন করেছেন তার বিবরণ দিন )
(১) চাকুরি হইতে আয় (সংযুক্ত তফসিল গ দেখুন)
(২) শ্রমিক অংশগ্রহণ তহবিলে প্রদত্ত অর্থ হইতে
(৩) ঠিকাদার, সরবরাহকারী ইত্যাদিকে প্রদত্ত অর্থ হইতে
(৪) সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে (সংযুক্ত তফসিল ক দেখুন)
(৫) স্পর্শাতীত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ
(৬) প্রচার মাধ্যমের বিজ্ঞাপন আয় হইতে
(৭) অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, ইত্যাদি ব্যক্তিকে পরিশোধিত অর্থ হইতে
(৮) কমিশন, ডিসকাউন্ট, ফি, ইত্যাদি হইতে
(৯) ট্রাভেল এজেন্ট এর নিকট হইতে
(১০) ঋণপত্রের কমিশন হিসাবে প্রাপ্ত অর্থ হইতে
(১১) স্থানীয় ঋণপত্রের কমিশন হিসাবে প্রাপ্ত অর্থ হইতে
(১২) সেলুলার মোবাইল ফোন অপারেটর কর্তৃক পরিশোধিত অর্থের উপর
(১৩) জীবন বিমা পলিসির প্রিমিয়ামের অতিরিক্ত কোনো পরিশোধ হইতে
(১৪) বিমার কমিশনের অর্থ হইতে
(১৫) সাধারণ বিমা কোম্পানি জরিপকারীদের ফি
(১৬) সুদ হইতে (সংযুক্ত তফসিল ঘ দেখুন)
(১৭) নিবাসী ব্যক্তিকে পরিশোধিত সুদ হইতে কর কর্তন
(১৮) আন্তর্জাতিক ফোন কলের জন্য প্রাপ্ত অর্থ হইতে
(১৯) ভাড়া হইতে উৎসে কর
(২০) কনভেনশন বিল, কনফারেন্স সেন্টার, ইত্যাদি হইগত সেবা প্রদানের জন্য
(২১) নগদ রপ্তানি ভর্তুকির উপর
(২২) পরিবহণ মাশুল ফরোয়ার্ড এজেন্সি কমিশন হইতে
(২৩) বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে কর কর্তন
(২৪) রিয়েল এস্টেট উন্নয়নকারির (ডেভেলপার) নিকট হইতে ভূমির মালিক কর্তৃক প্রাপ্ত আয় হইতে কর কর্তন
(২৫) বিদেশি ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশন বা পারিশ্রমিক
(২৬) লভ্যাংশ হইতে (সংযুক্ত তফসিল ঙ দেখুন)
(২৭) লটারি, ইত্যাদি হইতে প্রাপ্ত আয় হইতে
(২৮) অনিবাসীদের আয় হইতে কর কর্তন বা সংগ্রহ (সংযুক্ত তফসিল খ দেখুন)
(২৯) রপ্তানি আয় হইতে কর সংগ্রহ
(৩০) কোনো সেবা, রেভিনিউ শেয়ারিং, ইত্যাদি বাবদ বিদেশ হইতে আয় হইতে
(৩১) সিগারেট উৎপাদনকারীদের নিকট হইতে কর
(৩২) কোনো নিবাসীর জাহাজ ব্যবসা হইতে কর সংগ্রহ
(৩৩) প্রকাশ্য নিলামের বিক্রি হইতে কর সংগ্রহ
(৩৪) শেয়ার হস্তান্তর হইতে কর সংগ্রহ
(৩৫) স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারদের শেয়ার হস্তান্তর হইতে কর সংগ্রহ
অংশ ৩ উৎসে কর পরিশোধের বিবরণ
এখানে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা প্রদানের বিস্তারিত বিবরণ দিন। যেমন:
- ১৬ক মোট উৎসে কর্তিত কর
- ১৬খ সরকারি কোষাগারে জমা প্রদান
- ১৬গ অতিরিক্ত পরিশোধ বা ঘাটতি (যদি থাকে) ১৬এ – ১৬বি
এছাড়াও
- এ চালান নং
- তারিখ
- ব্যাংক
- পরিমান উল্লেখ করুন
অংশ ৪ সংযুক্তি এবং যাচাইকরণ পূরণ করুন যেমন: ট্রেজারি চালান এবং রিটার্ন দাখিলের সাথে সম্পৃক্ত অন্যান্য প্রমানাদি, নাম, পদবী, স্বাক্ষর, স্বাক্ষর এর তারিখ (দিন-মাস-বছর), স্বাক্ষর এর স্থান ইত্যাদি
এছাড়াও নিম্নবর্ণিত তফসিলগুলো যথাযথভাবে পূরন করুন
তফসিল ক সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে উৎসে কর কর্তন
তফসিল খ অনিবাসীদের আয় হইতে কর কর্তন বা সংগ্রহ
তফসিল গ চাকুরি হইতে আয় উৎসে কর কর্তন
তফসিল ঘ সুদ হইতে উৎসে কর কর্তন
তফসিল ঙ লভ্যাংশ হইতে উৎসে কর কর্তন
তফসিল চ বেতন পরিশোধের বিস্তারিত বিবরন
তফসিল ছ কর্মচারীদের রিটার্ন দাখিল সংক্রন্ত বিবরণী
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন। আপনার পদক্ষেপগুলো আপনাকে সঠিক উৎস করের রিটার্ন প্রদান করার মাধ্যমে আপনার কর আইনানুগ অনুসারে অবদান রাখবে এবং নতুন আয়কর আইন ২০২৩ এর মাধ্যমে সঠিক কর প্রদান করার সুবিধা উপভোগ করবেন।
above videos is good
How to get automation file?